মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিয়ালের কামড়ে আহত ১১ 

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:৫১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া, বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন, কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম (৪৫), ভুলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), উরুরগাও গ্রামের রহমত আলীর পুত্র 
বাবুল মিয়া ( ৩০), কুশিউড়া গ্রামের  বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগমসহ (৪৫) ১১ জন।

বাংলাবাজার  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রোটারিয়ান  আবুল হোসেন জানান, শিয়ালের কামড়ে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে কয়েকটি গ্রামের মানুষ শিয়ালের ভয়ে আতঙ্কে রয়েছেন।

ইত্তেফাক/ইউবি