শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:১৭

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি (জেইউএইচএসসি) ক্লাবের উদ্যোগে 'Higher Study 360°' শীর্ষক বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকালে জেইউএইচসি'র সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদি এ তথ্য জানান। এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়৷

সেমিনারে এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া মো. আবু তালহা, জান্নাতুল মাওয়া লিজা, আজান রহমান খান বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা প্রফেসরকে ইমেইল করা, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ও ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য আবেদন পদ্ধতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

পরে উচ্চশিক্ষার আবেদন পদ্ধতি ও ফান্ডিং পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইএমকে সেন্টারের এডুকেশন ইউএসএ কাউন্সেলর রেজোয়ান সিদ্দিকী তুহিন ও আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমিন। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনার শেষে এ বছর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

আয়োজন সম্পর্কে জেইউএইচএসসি'র সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদি জানান, বিদেশে উচ্চশিক্ষা মানেই দুঃসাধ্য বা কঠিন কিছু নয়; সেটা শিক্ষার্থীদের জানাতে চাই। সঠিক পদ্ধতি অনুসরণ করলে বিদেশে উচ্চশিক্ষার পথ খুবই সহজ। এ আয়োজনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে খুঁটিনাটি তথ্যগুলো শিক্ষার্থীরা জানতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেইউএইচএসসি'র প্রধান উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ বলেন, বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে একজন থাকা মানে দেশের শিক্ষার্থীদের জন্য সেখানকার দ্বার উন্মোচিত হওয়া। বিদেশে কাজ করা বিজ্ঞানীরাই আমাদের দেশের জন্যে করোনা টিকা ম্যানেজ করে দিয়েছেন। এভাবে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে অনেক অবদান রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে একাডেমিক জ্ঞানের সাথে কিছু ব্যবহারিক দক্ষতা শিখে যাওয়া উচিত৷ গ্রাফিকস ডিজাইন, ল্যাংগুয়েজ ও ড্রাইভিং শেখা থাকলে তোমরা এগিয়ে থাকবা। দেশের তরুণরা যেভাবে আগাচ্ছে তাতে, আগামী ২০ বছর পর পার্শ্ববর্তী দেশগুলোকে ছাড়িয়ে যাব।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান প্রমুখ।

ইত্তেফাক/এআই