শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফের বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩:০৩

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে চাহিদা কমার কারণেই এই মূল্যহ্রাস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জ্বালানির সংবাদভিত্তিক প্রতিষ্ঠান অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুসারে, সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। সোমবার ব্যারেল প্রতি ১ দশমিক ১৪ ডলার কমে বিক্রি হয়েছে ৯৭ ডলারে। যুক্তরাষ্ট্রের উৎপাদিত অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০৬ ডলার কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ০৩ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ৪.৭১ শতাংশ কমে হয়েছে ৮৭.৭৫ ডলার। মারবান অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৩.৮৩ ডলারে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান মুডিস অ্যানালিটিকসের অর্থনীতিবিদ হেরোন লিন বলেছেন, চীন সরকারের প্রকাশিত তথ্যে দেখা যায়, জ্বালানি তেলের দামের রেকর্ড হওয়ার কারণে চীনের অভ্যন্তরীণ বাজারে প্রভাব পড়েছে। পাশাপাশি ভোক্তা চাহিদা কমে যাওয়ার কারণে দেশটিতে জ্বালানির চাহিদা অনেকটা কমে গেছে।

গত মাসে অপ্রত্যাশিতভাবে ধীরগতি দেখা যায় চীনের অর্থনীতিতে। শোধনাগারের উৎপাদন নেমে আসে ১২ দশমিক ৫৩ মিলিয়ন ব্যারেলে। যা ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। তেলের রেকর্ড দামের কারণে দেশটির অভ্যন্তরীণ বাজারে ভোক্তা চাহিদা কমে যায়।

এদিকে তেল কোম্পানি সৌদি আরামকো জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তারা ৪৮.৪ বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করেছে।

গতবছর একই সময়ে লাভ হয়েছিল ২৫.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আরামকোর লাভের পরিমাণ ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো। গতবছর একই সময়ে লাভের পরিমাণ ছিল ৪৭.২ বিলিয়ন ডলার। 

ইত্তেফাক/এএইচপি