বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন 

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:০২

এই মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরমধ্যে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। তবে যুদ্ধের জন্য নয়, রাশিয়ার নেতৃত্বে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। 

গত মাসে মস্কো ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত 'ভস্টক' মহড়া করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এতে কিছু বিদেশি বাহিনীও অংশ নিতে পারে বলে জানিয়েছিল তারা।

চীন বলেছে, এ মহড়ায় ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া ও তাজিকিস্তানের বাহিনী অন্তর্ভুক্ত থাকবে।  ২০১৮ সালের পর চীন প্রথমবারের মতো অংশ নেওয়ার পর এই মহড়াটি রাশিয়ার প্রথম পরিচালনা হবে।  

চীনা মন্ত্রণালয় বলেছে, এই মহড়াগুলো রাশিয়ার সঙ্গে চলমান দ্বিপাক্ষিক বার্ষিক সহযোগিতা চুক্তির অংশ। বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কহীন হবে।

ইত্তেফাক/এসআর