সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুলাউড়ায় সড়ক-রেলপথ অবরোধ চা-শ্রমিকদের

সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:৩৮

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেল লাইন ও কুলাউড়া মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা। এতে বন্ধ হয়ে পড়েছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় কুলাউড়ার স্কুল চৌমহনী রেলর লাইন ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা। সে সময় সিলেটগামী পাহাড়িটা ট্রেন সিলেট দিকে আসছিলো। অবরোধের কারণে আটকা পরে পাহাড়িকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রেললাইন  ও সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকরা।

অবরোধে অংশ নেওয়া এক চা শ্রমিক স্বপন নাইডু বলেন, এতোদিন ধরে আমরা ধর্মঘট করছি কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজ আবারও রেলপথ অবরোধ করেছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেহ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি