কুলাউড়ায় রেল লাইন ও কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ প্রত্যাহার করেছে চা-শ্রমিকরা। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় কুলাউড়ার স্কুল চৌমহনী রেললাইন ও মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা। এ সময় কুলাউড়া উপজেলা প্রশাসন,মেয়র কুলাউড়া পৌরসভা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে প্রত্যাহার করে। ফলে সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেহ নিশ্চিত করেছেন।
অবরোধে অংশ নেওয়া চা শ্রমিক স্বপন নাইডু বলেন, কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া পৌরসভার মেয়র, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।