সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ইডেন ছাত্রলীগ সভাপতির!

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:৫০

দুই ছাত্রীকে সাড়ে ছয় ঘণ্টা ধরে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিনের বিরুদ্ধে। ঐ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

জানা গেছে, ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় স্নাতক চতুর্থ বর্ষের কিছু ছাত্রীকে আবাসিক হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন। সেই হুমকির একটি অডিও রেকর্ড গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছিলেন তামান্না জেসমিন। সেই অডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে স্বীকারোক্তি আদায়ে দুই ছাত্রীকে মানসিক নির্যাতন করেছেন তামান্না।

ভুক্তভোগীদের অভিযোগ, সেই অডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার কলেজের রাজিয়া হলের ২০২ নম্বর কক্ষ থেকে বঙ্গমাতা হলের ১১০৭ নম্বর রুমে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা ধরে তাদের আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে কথামতো স্বীকারোক্তি না দিলে তাদের বিবস্ত্র করে সেই ভিডিও অনলাইনে ভাইরাল করার হুমকি দেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি। খবর পেয়ে ইডেন কলেজের অধ্যক্ষ ও রাজিয়া হলের প্রাধ্যক্ষ গিয়ে ঐ দুই ছাত্রীকে উদ্ধার করেন।

ইডেন মহিলা কলেজ

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তদন্তে সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আগে যে অডিও ফাঁস হয়েছিল, তার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা বলে তাদের কাছে স্বীকারোক্তি চেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন। তামান্না আরো স্বীকারোক্তি দাবি করেন, অডিও রেকর্ডটি তারা (দুই ছাত্রী) কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সুমনা মীমের নির্দেশে করেছিলেন। এসব স্বীকারোক্তি না দিলে দুই ছাত্রীকে বিবস্ত্র করে সেই ভিডিও অনলাইনে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তামান্না। তখন বাধ্য হয়েই তামান্নার লিখে দেওয়া স্বীকারোক্তিটি তারা পড়েন। তামান্না ও তার সহযোগীরা তা মুঠোফোনে ধারণ করেন। ভুক্তভোগী ছাত্রী আরো বলেন, তামান্না জেসমিন তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করেন। অসুস্থ থাকলেও ছাড় নেই। দীর্ঘদিন ধরেই এই নিপীড়ন চলে আসছে। সম্প্রতি প্রমাণ রাখার জন্য তারা হুমকি ও গালিগালাজের অডিও রেকর্ড করেন।

এসব অভিযোগের বিষয়ে তামান্না জেসমিন রিভাকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন