শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবিতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৮:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা স্বতন্ত্র ভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টা থেকে শুরু হয়ে  দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। ডি ইউনিটের চারটি বিভাগে ৩২০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ হাজার ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৮৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৩.১৮ শতাংশ। 

পরীক্ষা শেষে বিকেলে ডি ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (শনিবার) রাতে অথবা আগামীকাল ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, পরীক্ষা চলাকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন। 

এছাড়া, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র ক্যাম্পাসে হেল্পডেস্ক, অভিভাবক কর্ণার, সুপেয় পানিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এআই