শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইবির ডি ইউনিটে পাশের হার ৮৯ শতাংশ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৯:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সব শর্ত মেনে কৃতকার্য হয়েছেন ১৬৮৭ জন শিক্ষার্থী।   

শনিবার (২৭ আগস্ট) রাতে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ শেষে ডি ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে সব শর্ত মেনে কৃতকার্য হয়েছেন ১৬৮৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৮৯ শতাংশ। এছাড়া ১২০ নম্বরের মধ্যে ১১৭.৫ নম্বর পেয়ে ইকবাল হোসেন নামের এক শিক্ষার্থী মেধা তালিকায় প্রথম হন।

তিনি বলেন, শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে ৩২০ টি আসনের বিপরীতে ২০২৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন।

এদিকে, ভর্তির তারিখের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি উপাচার্যের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

ইত্তেফাক/এআই