বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

মিরসরাইয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ৩ 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩

মিরসরাইয়ে ৪ হাজার ৬’শ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মিরসরাই পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী সেঁজুতি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বান্দরবান জেলার লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী গ্রামের ছাবের আহম্মেদর ছেলে মো. রহমান (২০), একই গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. শাহ আলম (২৫), ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের টি এন্ড টি পাড়ার রফিকুল ইসলাম রতনের ছেলে মো. ইউসুফ আলী (২৬)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে মিরসরাই থানা পুলিশের একটি টিম নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী সেঁজুতি পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪ হাজার ৬’শ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম