বাংলাদেশের সিরামিক টাইল্সের জগতে এক নম্বর ব্র্র্যান্ড আকিজ সিরামিকটাইল্সের আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো বাংলামোটরে। পরপর তিনবার বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইল্স ব্র্র্যান্ড আকিজ সিরামিক টাইল্স ‘প্রমিজ অব পারফেকশন’ এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ি গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইল্স পণ্য বাজারে নিয়ে আসছে।
এবার ক্রেতা সাধারণের সুবিধার্থে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিক টাইল্স এর বিজনেস অ্যাসোসিয়েট ‘ইয়াসির ট্রেড কর্পোরেশন’ এর এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আকিজ সিরামিক টাইল্সের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক টাইল্সের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, ‘ইয়াসির ট্রেড কর্পোরেশন’ এর স্বত্বাধিকারী মো. হাসান-উর-রশিদসহ আকিজ সিরামিক টাইল্স ও বাংলামোটর এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।