শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কখন-কোথায় লোডশেডিং আজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করে আসছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

এদিন রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে এদিন শিডিউল করে লোডশেডিং কার্যক্রম পরিচালনা করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

ডেসকো আওতাভুক্ত রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং তা জানতে ক্লিক করুন এখানে।

ইত্তেফাক/এইচএম