সাভারের আশুলিয়ায় ১৬ বছরের এক কিশোরী ও ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) ভোরে তাদের ডেন্ডাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুরের কালকিনির আলীপুর গ্রামের এনামুল হকের ছেলে রেজাউল করিম ইমন (২১), শেরপুরের বাকের কান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাঈম (২০), একই গ্রামের একাব্বর আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (২০), ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের আকানগর গ্রামের আজমল খানের ছেলে আশরাফুল (২০) ও একই গ্রামের হেলাল মিয়ার ছেলে নুর হোসেন (২০)।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে ভোরে ডেন্ডাবরে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।