মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আশুলিয়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:৩০

সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগে রাসেল মিয়া (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

আশুলিয়া থানা। ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত দারুল ইসলাম মডেল মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এ বলাৎকারের ঘটনা ঘটে। 

ছবি- প্রতীকী (সংগৃহীত)

গ্রেফতারকৃত শিক্ষক রাসেল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মিনাপাড়া এলাকার একরাম মিয়ার ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিকে থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার দারুল ইসলাম মডেল মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ভুক্তভোগী ওই ছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয় এবং অভিযুক্ত শিক্ষক রাসেলকে আটক করা হয়।  

ছবি- প্রতীকী (সংগৃহীত)

বলাৎকারের বিষয়ে দারুল ইসলাম মডেল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আসাদ আকন্দ বলেন, অভিযুক্ত শিক্ষক ঘটনার দিন রাতেই আমাদের এখানে এসেছে। 

ছবি- প্রতীকী (সংগৃহীত)

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, বলাৎকারে ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম