রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বিশ্ব খাদ্য দিবসে সুবিধাবঞ্চিতদের পাশে ক্যাফে সাও পাওলো

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০১:৪৩

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করেছে মডেল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাফে সাও পাওলো।

‘লিভ নো ওয়ান বিহাইন্ড- বেটার প্রোডাকশন, বেটার নিউট্রিশন, আ বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড আ বেটার লাইফ’- এ বছরের এই প্রতিপাদ্যকে মাথায় রেখে রোববার এমন উদ্যোগ নেওয়া হয়।

ক্যাফে সাও পাওলোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“বিশ্ব খাদ্য দিবস উদযাপন এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্যই ক্যাফে সাও পাওলোর এমন আয়োজন।”

আয়োজনের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থী, পথশিশু, ভিক্ষুক ও দরিদ্রদের ক্যাফে সাও পাওলোতে এনে তাদের খাওয়ানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাফে সাও পাওলোর এক্সিকিউটিভ শেফ ভাল্টার বেল্লি, অ্যাসিস্ট্যান্ট এফএন্ডবি ম্যানেজার মুনির হোসেন, এফএন্ডবি ম্যানেজার মাঈন উদ্দিন ও জেনারেল ম্যানেজার শাহীন সারোয়ার।

ইত্তেফাক/এএইচপি