শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় বিডিজবস চাকরি মেলায় ২০ হাজার প্রার্থীর অংশগ্রহণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৩৩

খুলনায় বিডিজবস চাকরি মেলায় ২০ হাজার প্রার্থীর অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার কর্মী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত দিনব্যাপী চাকরিমেলায় ৫০ হাজার সিভি জমা পড়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।  

বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. কে. এম. ফাহিম মাশরুর বলেন, খুলনা ও এর আশপাশ থেকে ২০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী ছেলে-মেয়ে এই চাকরির আবেদন করেছেন। চাকরির তথ্যদাতা দেশের শীর্ষ ওয়েবসাইট বিডিজবস চাকরি মেলার আয়োজন করে।’

ফাহিম মাশরুর বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করে। এই প্রতিষ্ঠানগুলোর ২০০টি পদে ৫০ হাজারের বেশি চাকরির আবেদন করেছেন ২০ হাজার চাকরিপ্রত্যাশী। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই চাকরি মেলার সার্বিক সহযোগিতা করেছে।’

প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থানকে আরও সহজ করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। খুলনার এই মেলায় ১ হাজার বেকার ছেলে-মেয়ের চাকরির সংস্থান হবে। খুলনার এই মেলায় নারী চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

ইত্তেফাক/এএএম