কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি গুলি এবং তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি আবদুল হালিম।
গ্রেফতারকৃত আবদুল আমিন জিসান (২৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার (৮ নং ওয়ার্ড) মোহাম্মদ ইউনূসের ছেলে।
ওসি আবদুল হালিম জানান, এক তরুণ অবৈধ অস্ত্র নিয়ে মোটরসাইকেলে অপরাধের উদ্দেশ্যে যাচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল আমিন জিসানকে থামিয়ে তল্লাশির পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনায় জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল বা অন্য কোন সহযোগী আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।