শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার প্রধান চট্টগ্রামে

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:৩৪

ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদরাসার প্রধান শিক্ষক, জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি ও অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের আমির আরশাদ মাদানী চট্টগ্রামে এসেছেন। শুক্রবার (১৮নভেম্বর) ইউএস বাংলার এক ফ্লাইটে ভারতের কলকাতা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে ও হাটহাজরী মাদরাসার শিক্ষক আনাস মাদানী।

আমীর আরশাদ মাদনীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার নাতি মোহাম্মদ হাব্বাব।

চট্টগ্রামে তার কর্মসূচির মধ্যে রয়েছে-হাটহাজারী বড় মাদরাসার সাবেক পরিচালক ও হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং আজ সন্ধ্যায় নগরীর জামপাড়া জমিয়তুল ফালা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বক্তব্য রাখবেন।

এরপর আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। পরে সেখানে কাঁচপুরে মাদানী নগর মাদরাসায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন রোববার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। 

ইত্তেফাক/এএএম