সাভারের আশুলিয়া থেকে বিলুপ্তপ্রায় একটি বন্য উল্লুক ও বানরসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম হাদিসুর রহমান (৪২)।
সোমবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত হাদিসুর রহমান কিশোরগঞ্জ জেলার কাতিয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে। সে বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি রিয়াজ উদ্দিন জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাদিসুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিলুপ্তপ্রায় একটি উল্লুক ও একটি বানর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, হাদিসুর চট্টগ্রাম থেকে প্রাণী দুটি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে। প্রাণী দুটিকে বন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।