শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভূমিকম্পে কাঁপলো সলোমন দ্বীপপুঞ্জ, সুনামি সতর্কতা

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২:২৪

ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্পে রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। হোনিয়ারাতে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড। 

ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর, অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসে।

 

ইত্তেফাক/ডিএস