বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনলাইনে পোশাক কেনার টুকিটাকি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২২:৫৭

আজকাল আমরা এতটাই ব্যস্ত থাকি যে কেনাকাটার জন্য অনলাইন মাধ্যমের ওপর নির্ভর করি। কিন্তু অনলাইনে কেনার অভিজ্ঞতা অনেকের জন্যই সুখকর নয়। বিশেষত পোশাক কেনার ক্ষেত্রে সমস্যা যেন মাত্রাতিরিক্ত আকার ধারণ করে। অবশ্য কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনি ঠকবেন না। যেমন: 

ব্র্যান্ড দেখে নিন

অনলাইনে পোশাক কেনার সময় এমন ব্র্যান্ডের কাছে কিনুন যে ব্র্যান্ডের পোশাক আপনি অনেকদিন পরছেন। আর যদি নতুন কোনো ব্র্যান্ড হয়ে তাহলে আপনার পরিচিতজনদের কেউ ওই ব্র্যান্ডের পোশাক কিনেছে কিনা খোঁজ নিন।

প্রোডাক্ট ডিটেইলস দেখুন

অনলাইনে যখন পোশাক কিনবেন তখন অবশ্যই পোশাকের ডিটেইলস দেখে কিনবেন। আমরা সচরাচর প্রোডাক্টের ছবি দেখেই কিনে ফেলি। এমন কাজ করবেন না। আপনার পছন্দের পোশাক কেমন কাপড় দিয়ে তৈরি, এর সাইজ কেমন সবকিছু দেখে নিন।

রিভিউ দেখে নিন

অনলাইনে পোশাক কেনার সময় আমরা সচরাচর হুটহাট সিদ্ধান্ত নেই। অথচ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে রিভিউ দেখে নেওয়া উচিত। আপনিই তো আর একমাত্র ক্রেতা নন। অন্যদের অনুভূতি জেনে আপনার সিদ্ধান্ত নিতে পারেন।

এক্সচেঞ্জ ও রিটার্ন পলিসি দেখে নিন

সামাজিক মাধ্যমে পোশাক কিনলে এক্সচেঞ্জ ও রিটার্ন পলিসি অবশ্যই দেখে নিতে হবে। অনেকে এই বিষয়ে খেয়াল রাখেন না বলেই পরবর্তীতে ঝামেলায় পড়েন।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন