শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পলো উৎসবে হাজারো মানুষের ঢল

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২১:৪০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা নদীতে অনুষ্টিত হয়েছে পলো বাওয়া উৎসব। পলো দিয়ে মাছ ধরার এ উৎসবকে স্থানীয়রা পলো বাওয়া বলে থাকেন। অনেকটা উৎসব উদযাপনের মতো করে পলো দিয়ে মাছ ধরে ভিন্ন এক আনন্দ উপভোগ করলো গ্রামবাসী। উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (২৬ নভেম্বের) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য আব্দুল জব্বার, কামরুল ইসলাম, আবুল কাশেম।

দুইদিন আগে থেকে এলাকায় মাইকিং করে পলো বাওয়ার সময় ও স্থান জানিয়ে দেওয়া হয়। সকাল থেকে শত শত পেশাদার ও সৌখিন মাছ শিকারিরা নদীতে ঝাঁপিয়ে পড়েন পলো নিয়ে। অনেকে ছিটকি জাল, উড়াল জাল, লাঠি জাল, হাত জাল (ঠেলা জাল) নিয়েও মেতে উঠেন এ উৎসবে।

এ সময় পলো বাওয়া দেখতে হাজার হাজার লোক নদীর দুই তীরে ভিড় জমান। পলোতে বড় বড় আকারের বোয়াল, ঘাগটসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

ষাটোর্দ্ধ রইছ আলী তিনিও এ উৎসবে মাছ ধরতে এসেছেন। তিনি জানান, এ উৎসব অনেক দিনের পুরনো। বছরে একদিন সবাই আনন্দ করে মাছ ধরি। প্রতি বছর আমি এ উৎসবে যোগ দেই।

জাহেদ মিয়া (২৮) প্রথমবারের মতো পলো বাইতে উৎসবে যোগ দিয়েছেন। তিনি বলেন, পলো বাওয়াতে এসে বড় একটি বোয়াল মাছ ধরেছি। খুবই আনন্দ লাগছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, পলো বাওয়া উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অংশ। এটিকে ধরে রাখতে প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়। আশেপাশের এলাকাসহ দূরদূরান্ত থেকে মানুষ এসে এতে যোগ দেন। সবাই হাসি আনন্দে মেতে উঠেন।

ইত্তেফাক/আই/পিও