মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৪:৩৬

উত্তরায় একাধিক বহুতল ভবনের নকশাবহির্ভূত অংশসহ রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ১৫ নম্বর সেক্টরের এভিনিউ সড়কের উভয় পাশে অভিযান শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ বলেন, এই এলাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরে অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও অনুমোদন না মেনে ভবন তৈরি করে। এছাড়া ১৫ নম্বর সেক্টরের রাস্তার দুই পাশে কিছু কিছু অবৈধ ঘর উঠিয়ে মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রয়োজন ছিলো। কারণ এখানে অনেকেই আবাসিক বরাদ্দ নিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

ছবি: ইত্তেফাক

অভিযানে থাকা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, আমরা আগেও এই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেছি। তারপরও কিছু কিছু প্লট ও ভবন মালিক রাজউকের নিয়ম সঠিকভাবে মেনে চলছেন না। যারা নিয়ম মানতে অনিহা প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।

তিনি আরও বলেন, এই সেক্টরে (১৫ নম্বর) সকল প্লট ও ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিকনির্দেশনা দিচ্ছি। এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া, যা পর্যায়ক্রমে চলতে থাকবে।

ইত্তেফাক/এসকে