বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাক-কান ফোড়ানোর পর 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২৩:১৮

প্রায় সব নারীই গয়না পরতে পছন্দ করেন। আর এই পছন্দ পূরণের জন্য প্রথমে তাদের নাক/কান ফোঁড়াতে হয়। আগে সুই-সুঁতোর সাহায্যে এই কাজটি করা হলেও এখন বিউটি পার্লারেই এই কাজ করা হয়। অনেকে ডাক্তারের কাছেও যান। আধুনিক সরঞ্জাম যোগ হওয়ায় হ্যাপা কমেছে। তবু অসতর্ক হলে বিপদ ঘটতে কতক্ষণ? কান-নাক ফোঁড়ানোর পরে কিছু বিষয়ে সতর্ক থাকতেই হবে। এই যেমন:  

  • কান/নাক ফোঁড়ানোর তিন দিন পর পিয়েরসিং রিং খুলে ফেলতে হবে। 
  • ফোঁড়ানোর পর অঙ্গে যেন ধুলো-ময়লা না লাগে সেদিকে বাড়তি মনোযোগ দিতে হবে। 
  • অপরিষ্কার পানি দিয়ে মুখ বা ত্বক পরিষ্কার করবেন না। 
  • প্রতিবার মুখ ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে নিন। তারপর ফোঁড়ানো জায়গায় অ্যান্টিবায়োটিক মলম লাগান। 

  • দিনে অন্তত দুবার ক্ষতস্থানে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করুন। 
  • পিয়েরসিং পিন খোলার পর স্বর্ণের অলঙ্কার পরুন। 
  • নাক/কান ফোঁড়ানোর পর অ্যালার্জি হয় এমন খাবার থেকে দূরে থাকুন। 
  • এ সময় ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খান। 
  • ছিদ্রের জায়গা শুকোনোর পর গয়না পরলে যদি চুলকোনি হয়, ডাক্তারের পরামর্শ নিন।  
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন