সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগে প্রেমিকার বাবা গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার বাবার পিটুনিতে আহত যুবকের মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নতুন ভোঁয়া গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবু (৫৫) ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মৃত সোহাগ আহমেদ (১৭) একই এলাকার আখের আলীর ছেলে।

সাটুরিয়ায় থানা ওসি সুকুমার বিশ্বাস জানান, উপজেলার নতুন ভোঁয়া গ্রামের সোহাগ আহমেদ সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমান হাবু নবম শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের চেয়ে ছেলের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়ের বাবা ও ভাই বিষয়টি মেনে নেননি।

ওসি জানান, চলমান এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে প্রেমিকার বাবা সোহাগকে ঘরে আটকে রেখে বেধরক মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত শনিবার হঠাৎ সোহাগ বেশি অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সোহাগ মারা যান।

এ ঘটনায় মৃত সোহাগের মা রেবেকা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপরই হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

ইত্তেফাক/আরএজে