প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।