মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাতৃত্ব ও বয়সের হিসেব

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৫৮

সময় বদলেছে। ব্যক্তিগত ইচ্ছে আর প্রতিষ্ঠার পথে অনেক সময় সংসারের সিদ্ধান্তকে পিছিয়ে নিতে হয়। মাতৃত্বের হিসেবটিও তেমন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতাও বাড়ে। বয়ঃসন্ধিতে পৌঁছনোর পর যে মাতৃত্বের আদর্শ সময় নয় তা আর নতুন করে বলার কিছু নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিকভাবে পরিণত হলেও নারীর নানা শারীরিক জটিলতা দেখা দেয়। আর প্রতিষ্ঠার ক্ষেত্রে মাতৃত্বের সময় পেছানোর ক্ষেত্রেও এসব বিষয় বাড়তি চাপ তৈরি করে। সেজন্য বয়স ও মাতৃত্বের জটিলতা সম্পর্কে কিছু বিষয় আগেভাগে জেনে নেওয়া ভালো:

বয়স ত্রিশ পার হওয়ার পর থেকেই গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে শুরু করে। বয়স ৩৭ পার হওয়ার পর তা আরও দ্রুত নামতে থাকে। সেজন্য মাতৃত্বের পরিকল্পনার জন্য নিয়মিত হেলথ চেকাপ করাতেই হবে।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেলভিক ইনফেকশন অথবা এন্ডোমেট্রিওসিসের মতো নানা প্রসূতিরোগ বাড়ে। তিরিশের পর তো তা বাড়তে থাকেই এবং বয়স চল্লিশ ছুঁই ছুঁই করলে তা বাড়বেই। এমন জটিলতায় ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ দেখা দেয়। ওভামের সংখ্যাও কমে যায়। অবশেষে বন্ধ্যাত্বও হতে পারে। তাই শারীরিক জটিলতার জন্য নিয়মিত হেলথ চেকাপ করান।

বয়সের সঙ্গে সঙ্গে থাইরয়েড, ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকিও বাড়ে। মাতৃত্বের আগে এই সমস্যা ঠিক করতে না পারলে তার বিরূপ প্রভাব সন্তানের ওপরও পড়ে। তাই মাতৃত্বের সমস্যাই এখানে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এরসঙ্গে সন্তানের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িত।

প্রেগন্যান্সি-জনিত হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশারের সমস্যা জেশ্চেশনাল ডায়াবেটিসের জটিলতা বাড়ায়। এমন হলে  মিসক্যারেজের আশঙ্কাও বাড়ে। তাই ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের সুস্থতাও নিশ্চিত করা চাই। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন