বরগুনার বামনার দক্ষিণ গুদিঘাটা গ্রামের স্কুলছাত্র আ. রহিম ওরফে আলাউদ্দিন হত্যা মামলার আসামিতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. রুবেল হাওলাদার (১৭) দক্ষিণ গুদিঘাটা গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে এবং মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
বামনা থানার ওসি বশির আলম বলেন, আলাউদ্দিনের ব্যবহৃত মোবাইলের ক্লু ধরে হত্যাকারী রুবেলকে চট্টগ্রাম থেকে মোবাইলসহ গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে রুবেল আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। রুবেলের জবান বন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতের বিচারকের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আলাউদ্দিন ও রুবেল পরষ্পর বন্ধু। রুবেল তার স্বীকারোক্তিতে জানায়, আমি চট্টগ্রামের একটি মেয়েকে ভালোবাসি তার সঙ্গে মোবাইলে কথা বলার জন্য আমার একটি মোবাইল দরকার। আমার বাবা জেলে, মোবাইল কেনার সামর্থ্য নেই। তাই আমি আলাউদ্দিনের হাতের মোবাইলটি পছন্দ করি এবং ওকে হত্যা করে মোবাইলটি নিবো বলে পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে বামনার চলাভাঙ্গা দরবার শরীফে নিয়ে যাই এবং ওখানে একটি চায়ের দোকানে নিয়ে চা খাওয়াই। এরপর দরবার শরীফের পেছনে ধান খেতে নিয়ে হত্যা করি। হত্যা করে আলাউদ্দিনের মোবাইল নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে চলে যাই।