মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শীতে কাপড়ের যত্ন আত্তি 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৫৫

শীত এলে কাপড়-চোপর ধোঁয়ার বিষয়ে আমাদের যত অনীহা। আর গরম জামা-কাপড় কেনার ধুম তো এই শীতেই। এই সময় কাপড়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে কি করবেন? চলুন দেখে নেওয়া যাক: 

  • কাপড়ের ভেতরে থাকা লেবেলগুলো প্রায়ই নানা অস্বস্তির তৈরি করে। অনেকেই এসব লেবেল খুলে ফেলেন। তবে এই লেবেলে কাপড় পরিষ্কারের নির্দেশনা থাকে। সেগুলো দেখে নিতে ভুলবেন না।
  • শীতের পোশাক কেমন কাপড় বা ফ্যাবরিকে তৈরি তা দেখে নেওয়া ভালো। অনেক সময় ফ্যাব্রিক না বুঝে ধুয়ে ফেললে অপূরণীয় ক্ষতি হয়ে যায়।

  • শীতের পোশাক পানিতে না ভিজিয়ে সরাসরি ধুয়ে ফেলুন। ভিজিয়ে রাখলে পোশাক যেমন ভারি হয় তেমনই ভেজা-ভাব দূর করাও কঠিন হয়।
  • বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে তার ওপরই নির্ভর করুন।  
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন