শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ছয় মাসের রিভিউ’ থাকছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪

ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণত বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকে। বিসিবিও ক্রিকেটারদের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকে। তবে, এবার ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচার করবে বিসিবি। এমনটি জানিয়েছে  ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। 

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করার পরিকল্পনা করছে বিসিবি। নির্দিষ্ট ছয়  মাস পর খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করবে ক্রিকেট বোর্ড।

চলতি বছরেই ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করতে যাচ্ছে বিসিবি। বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘আমরা ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পর্যালোচনা করব। আমরা চাই ছেলেরা কেন্দ্রীয় চুক্তিকে মূল্যায়ন করুক এবং সেভাবে কাজ করুক।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে, নির্দিষ্ট মানের নিচে পারফর্ম করা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করব কি না। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’ 

 ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এই পদ্ধতির মানে এই নয় যে, ৬ মাস পরপর খেলোয়াড়দের চুক্তি পরিবর্তন করা হবে, বরং এর মাধ্যমে মানসম্মত পারফর্ম না করলে খেলোয়াড়দের প্রশ্ন করার সুযোগ বাড়বে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ