শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন সংসারের আসবাব ভাবনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২০:২৯

বিয়ের পর নতুন সংসার গোছানোর জন্য বাড়তি চিন্তার প্রয়োজন। কিভাবে কি করবেন তা ভেবে উঠতে পারেন না অনেকেই। আগ্রহের আতিশয্যে অনেকেই এমন অনেক জিনিস কিনে ফেলেন যেগুলো আসলে প্রয়োজনই ছিল না। তবে নতুন ঘর সাজাতে গেলে আসবাবের ক্ষেত্রে এসব বিষয় খেয়াল রাখতে পারেন: 

দুজনে কথা বলুন

প্রথমে দুজন মিলে আলাপ করুন। হ্যাঁ, এখানে আবেগের একটি জায়গা আছে। তবে দুজন দীর্ঘক্ষণ আলাপ করে সিদ্ধান্ত নিন কি কি লাগবে এবং কি কি লাগবে না।

বিয়ের উপহার থেকে বাছাই করুন

অনেক সময় আপনার কেনার তালিকায় থাকা অনেক কিছু বিয়ের অনুষ্ঠানের উপহারেই চলে আসে। সেখান থেকে প্রয়োজনীয় জিনিস বাছাই করে নিন।

সামর্থ্য বুঝে বাজেট

সামর্থ্য বুঝে নিজের বাজেট নির্ধারণ করুন। একদম প্রথমেই বিলাসি আসবাবের দিকে না যাওয়াই শ্রেয়। বসার ঘর, বেডরুম আর ডাইনিং স্পেসের আসবাবে গুরুত্ব দিন।

জায়গার ওপর জোর দিন 

আপনার ফ্ল্যাটে জায়গা কতটুকু আছে তার ওপর জোর দিন। যেনতেন আসবাব কিনলেই হবে না। যে বাড়ীতে থাকবেন তারসঙ্গে মানানসই আসবাবও কিনতে হবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন