শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাথুরেসিংহে আসলে ভালোই হবে: সুজন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাসেল ডমিঙ্গো। আর এর পর থেকেই শূন্য রয়েছে টাইগারদের প্রধান কোচের পদটি। গুঞ্জন রয়েছে আবারও বাংলাদেশের কোচ হতে চলছেন লঙ্কান চন্ডিকা হাথুরেসিংহে। 

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চন্ডিকা হাথুরেসিংহে বাংলাদেশের ফের কোচ হওয়া নিয়ে কথা বলেছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) খুলনা টাইগার্সের অনুশীলন শেষে তিনি বলেন, 'হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে।' 

তিনি আরও বলেন, 'ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।'     

ইত্তেফাক/জেডএইচ