সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুয়াকাটায় হরিণের মাংসসহ শিকারি চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮

পটুয়াখালীর কুয়াকাটায় ২০ কেজি মাংসসহ সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান(৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।

শুক্রবার রাত দশটায় আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার উপর থেকে এসব হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

মহিপুর থানার অফিসার খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এসসি