শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুলে রং করার সময় যা খেয়াল রাখবেন 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২০:৫৬

আজকাল চুলে রঙ করেন অনেকেই। কেউ ক্যামিকেল রঙ কিংবা কেউ প্রাকৃতিক রঙ করেন। হেয়ার কালার যেমনটাই হোক না কেন, রং করার আগে ও পরে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় চুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তাই চুলে রং করার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবেন:

রং করার আগে শ্যাম্পু করবেন না

মুখের ত্বকের মত মাথার ত্বকও সংবেদনশীল। বিশেষজ্ঞরা জানান, চুল রং করার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে চুলে শ্যাম্পু করা ঠিক নয়। এতে রঙিন চুলের ক্ষতি যেমন হয় তেমনই চুলের রং স্থায়ী হয় না। রং করার কিছুদিন পর উঠে যেতে শুরু করে। তাই সঠিক সময়ে চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগান।

কী রং লাগাবেন

একেক ধরনের রঙের জন্য একেক রকম পরিচর্যা জরুরী। ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই নিজের চুলের রং বেছে নিতে হবে।

তাপ থেকে রঙিন চুল রক্ষা করুন

কালার করার পর চুল ঠিক রাখতে সরাসরি সূর্যের আলো সরাসরি লাগতে দিবেন না। রঙিন চুল বুঝে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করবেন।

রং পরীক্ষা করে নিন

চুলে  লাগানোর আগে হেয়ার কালার ঠিকঠাক পরীক্ষা করে নেবেন। কেন? কারণ চুলে লাগানো সব কালার মাথার ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন