যশোরের বেনাপোল সীমান্তের শার্শার কায়বা থেকে ভারতে পাচারের সময় ৭০ পিস সোনার বার (৮ কেজি ১৬৩ গ্রাম) জব্দ করেছে ২১ বিজিবির খুলনা ব্যাটালিয়নের বিশেষ টহল দলের সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচ কায়বা আমবাগানের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আটক করা হয়েছে ২ পাচারকারীসহ একটি প্রাইভেটকার। আটক পাচারকারীদের মধ্যে রয়েছে শফিকুল ও হান্নান। জব্দকৃত সোনার বাজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা বলে জানান বিজিবি।
২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে পাঁচ কায়বা আমবাগানের পার্শ্ব দিয়ে একটি সোনার বড় চালান ভারতে পাচার হবে বলে জানা যায়। এ সময় সীমান্তের মেইন পিলার ১৭/৭ এসএর ২০ আর পিলার হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব সোনার বার জব্দ করা হয়।
গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২২টি অভিযানে ২৩ জন আসামিসহ ৬৫ কেজি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য ৫০ কোটি টাকা।