মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কুয়াকাটা পৌর মেয়রের আওয়ামীলীগে যোগদান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:০৩

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি(এরশাদ) থেকে আওয়ামীলীগে যোগদান করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকায় বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার সংসদ ভবনের সরকারি বাসভবনে যোগদানকালে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়র আনোয়ার হাওলাদারের সাথে উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগে যোগদান প্রসঙ্গে পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার দলে যোগ দিয়ে কুয়াকাটাবাসীর উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।

আওয়ামীলীগে যোগদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিচুর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ বারী আজাদ, কুয়াকাটা পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ মনির শরিফ, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ শহিদুল ইসলাম শহিদ, কুয়াকাটা পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সগির মোল্লা, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড সাবেক সভাপতি আব্দুল রব হাওলাদার (মাঝি), কুয়াকাটা পৌর আওয়ামীলীগের ১ নম্বর ওয়ার্ড সাবেক সেক্রেটারি আব্দুল হক হাওলাদার (মাঝি), কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন পহলান, কুয়াকাটা পৌর আওয়ামীলীগ ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আবদুর রহিম, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন।

এদিকে আনোয়ার হাওলাদারের আওয়ামীলীগে যোগদানের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

ইত্তেফাক/এসসি