শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বইমেলায় যোগাযোগ বাড়াতে মুখিয়ে থাকেন তরুণ লেখকরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫৩

বই মেলা মানেই লেখক পাঠক প্রকাশকদের দীর্ঘ অপেক্ষার এক অবসান, হৃদয়ে প্রশান্তির হাওয়া জাগানোর অন্যতম মাধ্যম। নব লেখকদের জন্য আকাশ ছোঁয়া স্বপ্নের বাস্তবতা। অনুভূতি যেন দোল খাওয়া সামুদ্রিক ঢেউয়ের মতো উষ্ণ। নবীন লেখকদের এমনই সব ভালোলাগার কথা তুলে ধরেছেন আব্দুল্লাহ জুবায়ের। 

শফিক রিয়ান: সারা বছর বই যতই প্রকাশ হোক না কেন একজন লেখক হিসেবে বইমেলার জন্য আগ্রহী হয়ে থাকি। মেলায় নতুন বই প্রকাশ হয়, নতুন বইকে কেন্দ্র করে বছর ঘুরে পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা-সাক্ষাৎ হয়। বইয়ের মাধ্যমে এত সুন্দর যোগাযোগ বইমেলা ছাড়া আর অন্য কোনো ভাবে সম্ভব বলে মনে হয় না। 

সাজেদুর আবেদীন শান্ত: বইপ্রেমীরা মুখিয়ে থাকে বই মেলার জন্য। অবশ্য বইপ্রেমীদের মুখিয়ে রাখার পেছনে কাজ করেন প্রকাশক, লেখকরা।  আশাকরি এবারের বইমেলা আরও প্রাণ পাবে। পাঠকরা বইমেলা ঘুরে ঘুরে প্রথিতযশা লেখকদের পাশাপাশি নবীন ও তরুণদের বই কিনবে বলে মনে করি। আর হ্যাঁ এবারের বইমেলা অবশ্যই আমার জন্য খুবই স্পেশাল কারণ এই বইমেলায় আসছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু'। 

আফিয়া সিদ্দিকি রাঈসা: নিয়মিত পাঠকদের পাশাপাশি যে মানুষটি নিয়মিত বই পড়েন না তিনিও ফেব্রুয়ারিতে বইমেলায় একবার হলেও আসেন, একটা দুটো পছন্দের বই কেনেন। এবার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেরুন রঙের উল্লাসে' নিয়ে আমি পাঠক-প্রকাশকদের সঙ্গে আছি। তবে এবারের মেলায় আমাদের অনিশ্চিয়তা আছে। কাগজের মূল্য ভয়ংকরভাবে বাড়ায় প্রকাশকরা দুশ্চিন্তায় আছেন। 

শাহিদুল ইসলাম শাদ: কবিতা, গল্প, উপন্যাস সাহিত্যের আদিমতম শাখা-প্রশাখা । ধারণা করা হয়, যখন পৃথিবীর মানুষের কোনো অক্ষরজ্ঞান ছিল না, তখনো মানুষের মুখে গুনগুন শব্দ ছিল। গুনগুন শব্দে মানুষ প্রকাশ করেছে মনের ভাষা। মানুষের মনের ভাব প্রকাশে কবিতা,গল্প বা ছন্দ নানা সময়ে নানা রূপে এসেছে। কবিতার ভিন্ন ভিন্ন রূপগুলোই আজ কবিতার বিভিন্ন শাখায় পরিণত হয়েছে। যেসব দৃষ্টিকোণ থেকে কবিতা,গল্প ও শিল্পের রূপ। যা নিয়ে জগতে নানা তর্কবিতর্ক মত-ভিন্নমত ভিন্নক্রিয়া বিরাজমান, সে আয়োজন হউক সার্বজনীন এবং সর্বস্তর মানুষের জন্য। অমর একুশে বইমেলা হউক হৃদয়ের স্পন্দন।

নূরে জান্নাত:  তরুণ লেখকদের অনেক স্বপ্ন জমা এবারের বইমেলা নিয়ে,সাথে প্রকাশকদের গতবারে লোকসান পুষিয়ে নেবার জন্য তরুণ লেখদের মতো তারাও  স্বপ্ন দেখছেন! দেশ পাব্লিকেশন্স থেকে আমার ৪র্থ গল্প গ্রন্থ 'ঈশ্বর বহুদূর' বইটা আসছে। বইমেলায় যাওয়াটা তাই বাধ্যতামূলক।

ইত্তেফাক/এআই