চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ের মাটি কেটে ইট ভাটায় নেওয়ার অভিযোগে এফবিবিআই ব্রিক ফিল্ডকে শনিবার (২৮ জানুয়ারি) এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেরিন আফরোজ বলেন, পাহাড় কাটার অভিযোগে এফবিবিআই ব্রিক ফিল্ডকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকা-চট্রগ্রাম রেললাইনের পাশে রাখা মাটি ও পাথরের বস্তা সরিয়ে ঝুঁকিমুক্ত করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
স্থানীদের অভিযোগ, প্রতি রাতে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়ায় রেললাইনের উত্তর পাশে পাহাড় কেটে সেখান থেকে মাটি নিয়ে এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হয়। মাটি পরিবহনের সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রাম রেলে লাইনের ওপর বালু, পাথর, মাটির বস্তা দিয়ে রাস্তা তৈরি করে দুবৃত্তরা। এই রাস্তা দিয়ে ঢাকা ও চট্টগ্রামের ট্রেনসহ মালবাহী ট্রেন যাতায়াত করে।