চীনের একটি রেস্টুরেন্ট ফলের রসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় সাত গ্রাহককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের পেট পরিষ্কার করেন চিকিৎসকরা। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশে। ভুক্তভোগী গ্রাহকদের একজন হলেন সিস্টার উকং। পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি। এক পর্যায়ে রেস্টুরেন্টের খাবার পরিবেশকদের একজন ফলের রসের বোতল নিয়ে আসেন।
বোতলে ফলের রসের পরিবর্তে তরল ডিটারজেন্ট ছিল। ভিকটিম এক ভিডিওতে দাবি করেছেন, তাদের ফলের রস হিসেবে যে পানীয়টি দেওয়া হয়েছিল তা অদ্ভুত স্বাদের। জুস পরিবেশনে ভুল হয়েছে বুঝতে পেরে সাতজনকেই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে, তাদের পেট পরিষ্কার করা হয় (গ্যাস্ট্রিক সাকশন)।
রেস্তোরাঁটি পরে গ্রাহকদের জানিয়েছিল, আসল ভুলটি একজন নারী খাবার সার্ভার করেছিল। তার চোখের সমস্যা রয়েছে। সেজন্য সে ভুল করেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, সাত গ্রাহকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পরে তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।
হাসপাতালে অবস্থানকালে ভুক্তভোগী গ্রাহক উকং বলেন, 'আমরা সাতজন মিলে একটা রেস্টুরেন্টে ডিনার করলাম। আমাদের পেট পরিষ্কার করতে হয়েছিল।'
তার স্বামী জুস হিসেবে পরিবেশিত পানীয় প্রথম চুমুক দিয়েছিলেন। একটা চুমুক খেয়ে সবাইকে জানান, এর স্বাদ তেতো। তারপর উকং একটা চুমুক নিল। তারও খুব খারাপ লাগে। পরে রেস্টুরেন্টের নারী ফুড সার্ভার স্বীকার করেন, তিনি ভুল করেছেন। কারণ তিনি অনভিজ্ঞ ও তার দৃষ্টি সমস্যা আছে।
উকং জানান, নারী খাবার পরিবেশক তাদের জানিয়েছিলেন তিনি রেস্টুরেন্টের নিয়মিত কর্মচারী নন। সেদিনের জন্য তিনি শুধু রেস্তোরাঁ ব্যবস্থাপনাকে সহযোগিতা করছিলেন।
খবর অনুযায়ী, গ্রাহকদের কী ধরনের ডিটারজেন্ট পরিবেশন করা হয়েছিল তা স্পষ্ট নয়। তবে একটি চাইনিজ অনলাইন মার্কেটপ্লেসে অনুসন্ধান করে জানা গেছে, বেশ কয়েকটি ফ্লোর ক্লিনার রয়েছে যা কমলার রসের মতো দেখতে প্যাকেজ করা হয়েছে।
কিছু প্যাকেটে বিদেশি ভাষার বর্ণনা রয়েছে। যারা বিদেশি ভাষা জানেন না, তারা এই ধরনের ফ্লোর ক্লিনারকে জুস বলে ভুল করতে পারেন।