শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ফের কারাগারে ইউপি চেয়ারম্যান সেলিম 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমকে জামালপুরের জেলা জজ আদালত ফের কারাগারে পাঠিয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) বিকালে জেলা জজ আদালতে জামিনের আবেদন না মঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠায় পুলিশ।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর খেওয়াঘাট এলাকায় ২০২২ সালের ১১ জুলাই মুক্তিযোদ্ধা নাদের হোসেনের ছেলে পেরিরচর গ্রামের  হয়রত আলীর পরিবারের সঙ্গে মারামারি ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা নাদের হোসেনের ছেলে হয়রত আলী বাদী হয়ে জামালপুরের বকশীগঞ্জের বিজ্ঞ সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। 

চলতি বছরের ৩ জানুয়ারি একই মামলায় হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠিয়ে ছিলেন। বর্তমানে তিনি জামালপুর জেলা কারাগারে আছেন।

ইত্তেফাক/পিও