সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শিশুর ঘর রাখুন রঙিন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২১:০০

শিশুরা সবসময় প্রাণোচ্ছল থাকলে ভালোবাসে। নাগরিক জীবনে শিশুর বিনোদনের মাধ্যমও অনেক কম। এখনকার বাবা-মা তাই শিশুর ঘর রঙিন করে সাজানোর দিকে মনোযোগী হচ্ছেন। সেক্ষেত্রে তারা নিজের ভাবনা বা সৃজনশীলতা ব্যবহার করেন একথা সত্য। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। অনেক সময় ভালো করতে গিয়ে কিছু ভুল হতেই পারে। তাই শিশুর ঘর রঙ রঙিন করে সাজানোর ক্ষেত্রে এসব বিষয় মাথায় রাখুন: 

  • ঘর সাজানোর সময় পরিকল্পনার পুরোভাগজুড়ে আপনার শিশুকে রাখুন। তাদের মতামত নিন। যতই অদ্ভুত লাগুক তা আপনার অভিজ্ঞতার মিশেলে বাস্তবিক করে ফেলুন। 
  • ঘর সাজানোর ক্ষেত্রে হালকা বেগুনি, গোলাপি কিংবা কমলা রঙ ব্যবহার করতে পারেন। 
  • ঘরের দেয়ালে বর্ণমালা, ছবি বা প্রতিকৃতিও আঁকাতে পারেন। 

  • বয়স অনুসারে কার্টুন বা পেইন্টিং দেয়ালে দিবেন তবে তা যেন সামনে আবার বদল করা যায় সে পরিকল্পনাও রাখুন
  • ঘরের পর্দার দিকেও মন দিন। পর্দাটিও যেন বর্ণিল হয় সেদিকে মনোযোগ দিন। 
  • ঘরে যেন পর্যাপ্ত-আলো বাতাস প্রবেশ করে তা খেয়াল করুন। শিশুদের ঘর বাছাই করার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। 
  • ঘরের সিলিং-এ গ্রহ, নক্ষত্র ইত্যাদি বিষয় যোগ করতে পারেন। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন