মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ভাইকে মারধর 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:০৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক স্কুলছাত্রী বোনকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত সাউদ রহমান মোসখান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

রোববার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সাইমন চৌধুরী, রিয়াদ ও মোহাম্মদ আংকু। তারা সবাই চাতরী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার বিষয়ে সাউদ রহমান মোসখান বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে স্কুলে আসা-যাওয়ার সময় আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিলো। বোনের সম্মানের বিষয়টি মাথায় রেখে এই ঘটনা কাউকে জানাইনি। কিন্তু রোববার আমার বোন স্কুলের পাশে কৈনপুরা বাজারে টিফিন কিনতে গেলে তাকে কিশোর গ্যাং সদস্য সাইমন চৌধুরী পথ আটকে কুপ্রস্তাব দেয়। এতে আমার বোন প্রতিবাদ করলে তার পরনের ওড়না ধরে টান দেয়। তারপর খবর পেয়ে সাইমনের কাছে বিষয়টি জানতে চাইলে সে এবং তার সহযোগী অভিযুক্তরা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এবং এই বিষয়ে কাউকে অথবা থানায় অভিযোগ দিলে তারা বোনকে তুলি নিয়ে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়।

কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ বলেন, ইতিপূর্বে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার কারণে থানায় অভিযোগ দেওয়া পর পুলিশ এসে কয়েকদিন টহল দেওয়াতে বেশ কয়েকমাস বখাটেদের উৎপাত বন্ধ ছিলো। আবারও ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে অভিযোগ পেয়েছি এই বিষয়ে থানায় জানানো হয়েছে।  

আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। 

ইত্তেফাক/পিও