মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সীমান্তে সাড়ে চার কোটি টাকার সোনা জব্দ, আটক ‌১

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২২:০২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দীঘলটারী সীমান্তে বিজিবির অভিযানে ৪৫০ ভরি ওজনের ৪৫টি সোনার বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে এসব সোনার বারসহ এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আজিজার রহমান (৫৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। 

বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ কুটিরচর নামক এলাকা দিয়ে একজন লোক ভারতে সোনা পাচার করবেন। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল দুপুরে বিওপি ক্যাম্প হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সীমান্ত পিলার ৯২৫/৭-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগানে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকে। 

এদিকে বিজিবির টহলদল এক ব্যক্তিকে ওই পথে আসতে দেখে ধাওয়া করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে ১০০ গজ দূরে তামাক ক্ষেত হতে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে কোমরে কাপড় দিয়ে বেধে রাখা অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করেন। পরে বিজিবির টহলদল আসাুমসহ প্যাকেট দুইটি বিওপিতে নিয়ে আসেন। অধিনায়কের উপস্থিতিতে প্যাকেট দুইটি খুলে ৪৫টি সোনার বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ৫২৪৮.৭২ গ্রাম (৪৫০ ভরি ৩ আনা ১ রতি) এবং বর্তমান আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা গেছে।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

ইত্তেফাক/পিও