শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের হাথুরুকে কেনো আনলো বিসিবি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯

ফের বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারি থেকেই টাইগারদের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাথুরুসিংহকে পুনরায় টাইগারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

চন্ডিকা হাথুরুসিংহে ছবি: সংগৃহীত

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বড় বড় সাফল্য পেলেও তার বিদায়টা হয়েছিলো বিতর্কিতভাবেই। নিজের একগুয়েমির কারণে সমালোচনার শিকার হয়েছিলেন সকল মহল থেকেই। পাঁচ বছর পর আবারো সেই 'কড়া হেডমাস্টার'কেই ফিরিয়ে আনা হলো সাকিব-তামিমদের কোচ করে।

ছবি: সংগৃহীত

কেন আবারো হাথুরুকে ফিরিয়ে আনা হলো এমন প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

নাজমুল হাসান পাপন ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’

ছবি: সংগৃহীত

হাথুরু দল নির্বাচনে যুক্ত থাকবেন কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা বোর্ড ঠিক করবে (নির্বাচক প্যানেল)। নির্বাচন দুই ধাপে হয়। একটা প্রাথমিক, আরেকটা ফাইনাল। ফাইনাল কোচ আর অধিনায়ক দুজন নেয়।’

 

ইত্তেফাক/জেডএইচ