সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুকুর থেকে হরিণ উদ্ধার করলো এলাকাবাসী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪

ভোলার লালমোহন উপজেলার একটি পুকুর থেকে ৪০ কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করেছে এলাকাবাসী। এরপর জীবিত হরিণটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করলে হরিণটি চর কুকরি বনে অবমুক্ত করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের একটি পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়। বনবিভাগ বলছে, খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণটি লোকালয়ে চলে এসেছে।

এ দিন সকাল ৮টার দিকে বেশ কয়েকজন যুবক হরিণটিকে শিয়াল ভেবে ধাওয়া করে। এক পর্যায়ে হরিণটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে তোলার পর এলাকাবাসী হরিণ দেখে পুলিশকে খবর দেয়।

জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জেলার প্রায় ১০টি বনে হরিণ রয়েছে। খাবার ও মিঠা পানির সন্ধানে অনেক সময়ই হরিণ লোকালয়ে চলে আসে। তার ধারণা, উদ্ধার হওয়া হরিণটিও খাবার অথবা মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জানুয়ারি জেলার তজমুউদ্দিন উপজেলার বাসনভাঙ্গা চড়ে কুকুরের কামড়ে প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণ মারা গিয়েছিল।

ইত্তেফাক/এসকে