আমাদের বাংলা ভাষার দুটি বর্ণ মিলে অভিধানের একটি শব্দ ‘ভাষা’। আমাদের এই পৃথিবীতে বহু ভাষার প্রচলন রয়েছে। এই ভাষার মাধ্যমে মানুষ মনের কথা, সুখের কথা ও দুঃখের কথা বলতে পারে। আনন্দ-বেদনার কথা এবং আপনজনের প্রতি মান-অভিমান ও ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। মানুষ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাকতে পারে এই ভাষা আছে বলেই। কেননা, ভাষার মধ্যে রয়েছে এক নিজস্ব সৌন্দর্য, নিজস্ব অলংকার ও প্রাচুর্য। আর পৃথিবীর অগণিত ভাষার মধ্যে ‘বাংলা’ হলো আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের মায়ের মুখের ভাষা। এ ভাষার জন্যই আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলা ভাষাকে তাই আমরা অনেক বেশি ভালোবাসি। কারণ, মাতৃভাষা হলো মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার। আর ভাষা মানবজাতির পরিচয়ের প্রধান একটি বৈশিষ্ট্য। প্রাণিকুল, পশুসমাজ থেকে স্বাতন্ত্র্যের মোক্ষম উপাদানও হলো এই ভাষা। তাই মাতৃভাষা মানুষের মৌলিক অধিকারও বটে।
আমাদের বাংলা ভাষা আমাদের গর্ব। বাংলা ভাষা বাঙালি জাতির গর্ব। যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, জীবন উৎসর্গ করে গেছেন, সে ভাষার মর্যাদা তো সর্বোচ্চ স্থানেই থাকার কথা। বিশেষ করে এর মর্যাদা-অমর্যাদা আমাদের হাতে, নতুন প্রজন্মের হাতে। এর মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, তা কীভাবে রক্ষা করতে হবে? তা রক্ষা করতে হবে আমাদের বাংলা ভাষাকে সুন্দর, শুদ্ধভাবে ও তার স্বকীয়তা বজায় রাখার মাধ্যমে। হ্যাঁ, আমরা প্রচলিতভাবে কথা বলতে গিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করি। সেখানে বৈচিত্র্য ও ভিন্নতা থাকতে পারে। সেখানে উচ্চারণে আঞ্চলিকতার টানও থাকতে পারে। এগুলো থাকবেই। সেটা কোনো সমস্যা নয়। বরং সমস্যা হলো, বাংলা ভাষার মধ্যে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা, বাংলা ভাষাকে তুচ্ছজ্ঞান করা। যেমন—কথা বলার মাঝে মাঝে ইংরেজি বা অন্য কোনো ভাষা বেশি বেশি ব্যবহার করা। বর্তমান যুব সমাজের অধিকাংশই অনলাইনে লেখার ক্ষেত্রে বাংলা ভাষায় না লিখে নতুন আবিষ্কৃত, বিকৃত ভাষায় (বাংলিশ) লিখে থাকেন, যা সম্পূর্ণই বাংলা ভাষার মর্যাদাহানী করার সামিল। অন্যভাবে বললে, এটা ভাষার এক প্রকার অপব্যবহারও। এ রকম বাংলিশ ব্যবহার করার কারণে গুরুতর সমস্যারও সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, বাংলা ভাষা লেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়। বাংলা ভাষায় দুর্বলতা দীর্ঘায়িত হয়। বাংলায় লেখার ফলে বাংলা ভাষার ক্ষেত্রে যেই অগ্রগতি বা উন্নতি হতো, তা হতে বঞ্চিত হতে হয়। শুদ্ধ বানান শেখা থেকে বঞ্চিত হতে হয়। সুন্দর, সাবলীল ভাষা শেখা থেকেও বঞ্চিত হতে হয়। সর্বোপরি, বাংলা ভাষার স্বকীয়তা নষ্ট হয়। এছাড়া আরো বহু কারণ রয়েছে। এসব কারণে বাংলা ভাষা সুন্দর, ভালো, সাবলীল ও চমকপ্রদ করার জন্য সবচেয়ে বেশি জরুরি উপরোক্ত বর্জনীয় বিষয়গুলো বর্জন করা সবার নৈতিক দায়িত্ব।
অতএব বলতেই হয়, আমাদের প্রাণের ভাষা বাংলার মর্যাদা অনেক বেশি। বাংলা ভাষা আমাদের ভাষা; এ ভাষা মায়ের ভাষা—মায়ের সমান। বাংলা ভাষা আমাদের গর্ব। তাই বাংলা ভাষাকে সদা-সর্বদা সুন্দর ও শুদ্ধভাষায় উপস্থাপন করা, এই ভাষার মর্যাদা ও স্বকীয়তা বজায় রাখা, এই ভাষার অপব্যবহার বন্ধ করা আমাদের সবার একান্ত দায়িত্ব ও কর্তব্য। আর এর শুরুটা হোক এই মহান ভাষার মাসেই। অর্থাৎ, ভাষার মর্যাদা রক্ষা ও এর অপব্যবহার বন্ধ করার শুরুটা হোক ভাষার মাসেই।
লেখক : শিক্ষার্থী, দারুস-সুন্নাহ, টাঙ্গাইল