বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আড়াইহাজারে গাঁজা-ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাইরাদী ও মানিকপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ সদর থানার মইসাখালী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. শাহ আলম (৩৬), মৌলভী বাজারের  কুলাউড়া থানার বরখাবন গ্রামের শফিক মিয়া ওরফে কলো মিয়ার ছেলে আরিয়ান আহাম্মেদ ওরফে কামরান (১৯), আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার টোকসাদী গ্রামের মৃত নাজিম মোল্লার ছেলে মো. ডালিম মোল্লা (৪০) এবং নরসিংদী সদর থানার রাঙ্গামাটি গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আলী হোসেন (৪১)।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নামে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে