মাঘের শেষ দিকে রাজধানী ঢাকায় দুদিন থেকে শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা তাপমাত্র রেকর্ড করা হয়েছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
তবে আগামী ছয় ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।