সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জাবির নিরাপত্তা প্রহরীকে মারধর করলো উইকেন্ড কোর্সের শিক্ষার্থী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাড়ি নিয়ে ঢুকতে বাঁধা দেওয়ায় নিরাপত্তা প্রহরীকে মারধর করেছেন উইকেন্ড কোর্সের এক শিক্ষার্থী। 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইট) এ ঘটনা ঘটে।  

অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিপ্ত দেবনাথ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড কোর্সের (ডব্লিউএমবিএ) ৩৩ ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী নিরাপত্তা প্রহরীর নাম জাকারিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ড বাঁধা দেন। প্রশাসনের অনুমতি না থাকায় তিনি গাড়ি বাইরে রেখে প্রবেশের অনুরোধ করেন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা নিরাপত্তা প্রহরী জাকারিয়াকে মারধর করেন। 

মারধরের শিকার নিরাপত্তা প্রহরী জাকারিয়া বলেন, ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেওয়ার জন্য প্রশাসনের নির্দেশনা ছিল। ফলে উইকেন্ড কোর্সের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।

অভিযুক্ত দিপ্ত দেবনাথ গণমাধ্যমকে বলেন, গাড়ি নিয়ে প্রবেশ করার সময় আমাকে বাঁধা দেওয়া হয়। আমি শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও আমাকে গাড়ি সরাতে বলেন। একপর্যায়ে আমাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বিষয়টি উইকেন্ড কোর্সের একজন শিক্ষক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তবে গার্ডের সঙ্গে যা হয়েছে তা অন্যায়।

ইত্তেফাক/এআই