২০২২ সালের ২৮ জানুয়ারি, নিজের ২২তম জন্মদিনটা কি স্বপ্নের মতো করেই না কাটিয়ে ছিলেন দুসান ভ্লাহোভিচ! সার্বিয়ান এই তরুণ ফরোয়ার্ডকে ইতালিরই আরেক ক্লাব ফিওরেন্তিনা থেকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনে আনে জুভেন্টাস। মাত্র ২২ বছর বয়সেই ভ্লাহোভিচ পেয়ে যান ‘জুভেন্টাসের ৭৫ মিলিয়ন-ম্যান’ উপাধি।
ভ্লাহোভিচ চুক্তিটা করেছিলেন ঠিক নিজের ২২তম জন্মদিনে, চুক্তিপত্রে স্বাক্ষর করেন ২৮ জানুয়ারি। জন্ম তারিখে চুক্তিপত্রে স্বাক্ষর, এই তথ্যটাই বলে আকাশ ছোঁয়া দামে জুভেন্টাসে যোগ দিয়ে কতটা উচ্ছ্বসিত ছিলেন সার্বিয়ান তরুণ। কিন্তু বছর না ঘুরতেই জুভেন্টাসে তার মধুচন্দ্রিমার দিন ফুরিয়ে গেছে! জুভেন্টাস ছেড়ে সার্বিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা ভ্লাহোভিচ এখন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যেতে মরিয়া। তিনি নাকি এরই মধ্যে নিজের এজেন্টকে বলে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করতে।
স্পেনের অনলাইনভিত্তিক পত্রিকা ‘লিবার্তাদ ডিগিটাল’ দিয়েছে এই খবর। জানুয়ারিতে যোগ দেওয়ার পর জুভেন্টাসের হয়ে গত মৌসুমের বাকি সময়ে সব মিলে ২১ ম্যাচে ৯ গোল করেছিলেন। এ মৌসুমে এ পর্যন্ত সব মিলে ১৭ ম্যাচে ৭ গোল করেছেন। এমনিতে পরিসংখ্যানটা ভদ্রস্তই। কিন্তু ভ্লাহোভিচ নিজে খুশি নন। তার বিশ্বাস, কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে জুভেন্টাসে তিনি নিজের সেরা ফর্মটা দেখাতে পারবেন না। তাই রিয়ালে যোগ দিয়ে নিজের সেরাটা দেখাতে চান তিনি। দেখা যাক রিয়াল তাকে কিনে কি না।